If you are a teacher, please join Open Teaching Project
যত রকমের বস্তু, ব্যক্তি, প্রাণী, ভাব ইত্যাদি আছে তাদের চার শ্রেণির noun-এ ভাগ করা যায় :
Common noun [ জাতিবাচক বিশেষ্য ] – man, woman, girl, boy, river, student, etc.
Proper noun [ নামবাচক বিশেষ্য ] – Kolkata, Ganga, Rabindranath, Mozart
Abstract noun [ ভাববাচক বিশেষ্য ] – joy, chivalry, worry, courage
Collective noun [ সমষ্টিবাচক বিশেষ্য ] – group, flock, fleet, swarm, band
Mimi, a five-year old girl in the group, shouted with joy.
noun -কে দেখে চেনার কয়েকটি সহজ উপায় আছে:
[a] সাধারণত যেসব word-এর শেষে থাকে ment, ity, ssion, tion ইত্যাদি suffix :
ment – parliament, government, development, shipment, betterment, establishment ইত্যাদি ।
ity – city, university, veracity, pity, parity, validity, polity, integrity ইত্যাদি ।
ssion – session, mission, admission, possession, depression, obsession, submission ইত্যাদি ।
tion – station, fiction, motion, notion, potion, natation, ration, vacation, corporation ইত্যাদি ।
ness – business, idleness, sickness, baldness, weirdness, coarseness, hoarseness ইত্যাদি।
ism – communism, militarism, cubism, paganism, hinduism, imperialism, consumerism ইত্যাদি ।
ist – fist, gist, mist, list, protagonist, dramatist, egoist, socialist, vocalist, tourist ইত্যাদি ।
hood – boyhood, childhood, falsehood, livelihood, neighbourhood, knighthood ইত্যাদি ।
acy – bureaucracy, democracy, accuracy, adequacy, delicacy, diplomacy, intimacy ইত্যাদি।
ery – bravery, drapery, archery, artillery, battery, bribery, artery, lottery, pottery ইত্যাদি ।
or – narrator, translator, orator, accelerator, rotor, administrator, assessor, contributor ইত্যাদি ।
er – achiever, adventurer, explorer, smoker, believer, canvasser, dancer, fighter ইত্যাদি ।
সহজে চেনার চিহ্নগুলোর কথা বলা হলেও এগুলোই সব নয় এবং আরও অনেক রকম চেহারা আছে noun-এর ।
[b] আরেকভাবে চেনা যায় noun-কে । যদি word-এর শেষে s / es / ies জুড়ে তার plural number করা যায় তবে বোঝা যাবে সেটা noun । অবশ্য শুধু countable noun-কেই এভাবে বোঝা যায় ।
[c] common এবং collective noun-এর আগে article a/ an/ the বসান যাবে । বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া proper এবং abstract noun-এর আগে article বসে না ।
a train, an artisan, the harbour, the fleet
যেসব noun countable অর্থাৎ গোনা যায় তাদেরই plural number হয় । plural করার কিছু সাধারণ নিয়ম আছে।
[a] সাধারণত s যোগ করে ।
eye – eyes, door – doors, street – streets, tense – tenses
[b] যেসব noun-এর শেষে ss, sh, ch, x থাকে তাদের plural-এ যোগ হয় es ।
boss – bosses, brush – brushes, watch – watches, tax – taxes
ব্যতিক্রম ঃ ch-এর উচ্চারণ k হলে plural- এ es-এর বদলে s যোগ হবে । stomach – stomachs ।
[c] noun-এর শেষে o থাকলে plural-এ es যোগ হয় ।
potato – potatoes, mango – mangoes, volcano – volcanoes ইত্যাদি । তবে এর অনেক ব্যতিক্রমও আছে । photo – photos, piano – pianos, bamboo – bamboos ইত্যাদি ।
[d] শেষে y থাকলে, y হয়ে যায় i এবং যোগ হয় es |
city – cities, baby – babies, story – stories
ব্যতিক্রম ঃ কিন্তু y এর আগে vowel থাকলে শুধু s যোগ হবে ।
boy – boys, day – days, ray – rays
[f] যেসব noun-এর শেষে f অথবা fe থাকে সেখানে f / fe সরে গিয়ে যোগ হয় ves ।
leaf – leaves, life – lives, half – halves, thief – thieves
ব্যতিক্রম ঃ chief – chiefs, roof – roofs, proof – proofs ইত্যাদি ।
[g] কিছু কিছু word-এর plural হয় তাদের ভেতরের vowel এর পরিবর্তন ঘটিয়ে ।
foot – feet, man – men, woman – women, mouse – mice, tooth – teeth ইত্যাদি ।
* computer-এর mouse-এর plural কিন্তু mouses ।
[h] কিছু noun-এর plural হয় এইসব নিয়মের বাইরে ।
ox – oxen, child – children, brother (একই ধর্মাবলম্বী বোঝালে) – brethren
* brother (ভাই) – brothers (pl)
[i] কিছু noun-এর চেহারা plural-এর মতো হলেও singular এবং plural দুভাবেই ব্যবহৃত হতে পারে ।
politics, mechanics, electronics, physics ইত্যাদি ।
[j] compound noun-এর plural :
লক্ষ করে দেখ, compound noun সাধারণত গঠিত হয় একাধিক noun নিয়ে, অথবা একটি nounএর সঙ্গে adjective, verb, adverb অথবা preposition যোগ করে । সাধারণত প্রধান nounটিরই plural হয় ।
[k] Greek, Latin, Italian ইত্যাদি ভাষার যেসব শব্দ অবিকৃতভাবে ইংরেজিতে আছে তাদের plural number অনুসরণ করে মূল ভাষাকেই, তবে অনেক ক্ষেত্রে তা পাশাপাশি ইংরেজি নিয়মকেও অনুসরণ করে । নিচে কিছু উদাহরণ দেওয়া হল :
* [বর্তমানে singular ও plural উভয় ক্ষেত্রেই data-র ব্যবহার স্বীকৃত । All the data are available on my hard disks. I have deleted this data from my computer. ]
[l] কিছু noun আছে যাদের singular-এর অর্থ একটা, কিন্তু plural-এর দুটি আলাদা অর্থ ।
কিছু উদাহরণ :
[m] কিছু কিছু noun singular এবং plural-এ একই রকম থাকে ।
deer – deer
sheep – sheep
moose – moose
aircraft – aircraft
spacecraft – spacecraft ইত্যাদি ।
[n] কিছু uncount noun আছে যাদের নিয়ে অনেক সময় সন্দেহ দেখা দেয় এবং তার ফলে ভুলও ঘটে । এমন কিছু noun-এর উদাহরণ ঃ
advice, baggage, equipment, furniture, information, luggage, ইত্যাদি । এদের plural-এ প্রয়োগ করতে হলে আগে a piece of, pieces of, a bit of, bits of, an item of, items of, some ইত্যাদি ব্যবহার করতে হবে।
My boss gave me some advice on my new job.
Each passenger is allowed two 20-kg pieces of luggage.
The police got an important piece of information from the neighbour.
I lost three items of my baggage in the railway station.
[o] proper noun- এর plural হয় না কারণ তা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম । কিন্তু common noun-এর মতো ব্যবহৃত হলে তার plural হতে পারে । যেমন, There are three Tintins in our neighbourhood.
[p] letter [a, b, c] ও figure-এর [ 1,2,3 ] plural করতে হবে এভাবে ঃ
‘Embarrass’ has two r’s and two s’s but ‘harass’ has one r and two s’s.
‘Five million’ has six 0’s after 5.
My mother has lost her watch.
The old man is telling stories of his childhood.
The Duchess of York will be on a two-day visit.
I went to see a movie with my cousin.
A child came out of the house.
ইংরেজিতে gender চার রকম ।
masculine gender – পুরুষবাচক লিঙ্গ। যথা, man । (আরও উদাহরণ – boy, duke, nephew, brother, cock, bull, grandfather, son, husband, uncle, king, wizard ইত্যাদি ।)
feminine gender – স্ত্রীবাচক লিঙ্গ। যথা, mother, duchess । (আরও উদাহরণ – girl, niece, sister, hen, cow, grandmother, daughter, wife, aunt, queen, witch ইত্যাদি।)
common gender – পুরুষবাচক বা স্ত্রীবাচক দুটোই হতে পারে। যথা, cousin, child । (আরও উদাহরণ – teacher, author, parent, magician, driver, employee, student ইত্যাদি ।)
neuter gender – পুরুষবাচক বা স্ত্রীবাচক কোনটাই নয় । যথা, watch, stories, childhood, visit, movie, house । (আরও উদাহরণ – school, fair, brick, stone, wave ইত্যাদি।)
এবার এই sentence গুলো দেখ ।
India sacrificed many of her brave children during freedom movement.
The ship sank with all her crew on board.
“And haply the Queen–Moon is on her throne.” (Ode to a Nightingale – John Keats)
The sun opened his fierce eyes.
“Peace hath her victories / No less renowned than war ;” (John Milton)
India, ship, Queen-Moon, sun, peace – এইসব noun masculine বা feminine কোনও শ্রেণীরই অন্তর্গত নয়, তবু এদের ওপর ব্যক্তিত্ব আরোপ (personification) করার ফলে এরা masculine / feminine gender রূপে কাজ করছে ।
মনে রাখা দরকার,
* যা-কিছু জীবিত তা-ই masculine অথবা feminine gender – এর অন্তর্গত । তবে নিম্নবর্গীয় প্রাণীকে সাধারণত neuter gender-এর অন্তর্ভুক্ত করা হয় । Ex : The butterfly fluttered for some time; then it sat on the red rose.
* সাধারণত দেশ ও জাহাজের ক্ষেত্রে ব্যক্তিত্ব আরোপ করে তাদের স্ত্রীবাচক বিশেষ্য রূপে ব্যবহার করা হয় ।
* Neuter gender – এর অন্তর্গত অথচ কাঠিন্য, শক্তি, বিশালতা, হিংস্রতা প্রকাশ করে এমন কিছু কিছু noun masculine gender বা পুংবাচক লিঙ্গ রূপে ব্যবহৃত হয় । এভাবে ব্যবহার করা হয় সাধারণত ভাষার সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধির উদ্দেশ্যে, সব সময় নয় ।
Ex : The sun opened his fierce eyes.
একইভাবে, যেসব বস্তু / ভাবে সৌন্দর্য , কোমলতা, মনোহারিত্ব ইত্যাদি আরোপ করা হয় তাদের feminine gender রূপে ব্যবহার করা হয় ।
Ex : “And haply the Queen-Moon is on her throne.”
* gender অনুসারে pronoun এবং possessive adjective- এর পরিবর্তন হয় যেমন, he / she / it / his / her / its |
* নারীবাদী আন্দোলনের প্রভাবে বেশ কিছু gender-neutral noun বা লিঙ্গ-নিরপেক্ষ বিশেষ্য বর্তমানে ব্যবহার করা হয় যার দ্বারা পুরুষ বা মহিলা উভয়কেই বোঝান হয়। কিছু উদাহরণঃ