Nouns
Types of nouns
যত রকমের বস্তু, ব্যক্তি, প্রাণী, ভাব ইত্যাদি আছে তাদের চার শ্রেণির noun-এ ভাগ করা যায় :
Common noun [ জাতিবাচক বিশেষ্য ] – man, woman, girl, boy, river, student, etc.
Proper noun [ নামবাচক বিশেষ্য ] – Kolkata, Ganga, Rabindranath, Mozart
Abstract noun [ ভাববাচক বিশেষ্য ] – joy, chivalry, worry, courage
Collective noun [ সমষ্টিবাচক বিশেষ্য ] – group, flock, fleet, swarm, band
Mimi, a five-year old girl in the group, shouted with joy.
Characteristics of nouns
noun -কে দেখে চেনার কয়েকটি সহজ উপায় আছে:
[a] সাধারণত যেসব word-এর শেষে থাকে ment, ity, ssion, tion ইত্যাদি suffix :
ment – parliament, government, development, shipment, betterment, establishment ইত্যাদি ।
ity – city, university, veracity, pity, parity, validity, polity, integrity ইত্যাদি ।
ssion – session, mission, admission, possession, depression, obsession, submission ইত্যাদি ।
tion – station, fiction, motion, notion, potion, natation, ration, vacation, corporation ইত্যাদি ।
ness – business, idleness, sickness, baldness, weirdness, coarseness, hoarseness ইত্যাদি।
ism – communism, militarism, cubism, paganism, hinduism, imperialism, consumerism ইত্যাদি ।
ist – fist, gist, mist, list, protagonist, dramatist, egoist, socialist, vocalist, tourist ইত্যাদি ।
hood – boyhood, childhood, falsehood, livelihood, neighbourhood, knighthood ইত্যাদি ।
acy – bureaucracy, democracy, accuracy, adequacy, delicacy, diplomacy, intimacy ইত্যাদি।
ery – bravery, drapery, archery, artillery, battery, bribery, artery, lottery, pottery ইত্যাদি ।
or – narrator, translator, orator, accelerator, rotor, administrator, assessor, contributor ইত্যাদি ।
er – achiever, adventurer, explorer, smoker, believer, canvasser, dancer, fighter ইত্যাদি ।
সহজে চেনার চিহ্নগুলোর কথা বলা হলেও এগুলোই সব নয় এবং আরও অনেক রকম চেহারা আছে noun-এর ।
[b] আরেকভাবে চেনা যায় noun-কে । যদি word-এর শেষে s / es / ies জুড়ে তার plural number করা যায় তবে বোঝা যাবে সেটা noun । অবশ্য শুধু countable noun-কেই এভাবে বোঝা যায় ।
[c] common এবং collective noun-এর আগে article a/ an/ the বসান যাবে । বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া proper এবং abstract noun-এর আগে article বসে না ।
a train, an artisan, the harbour, the fleet
Nouns : singular/ plural
যেসব noun countable অর্থাৎ গোনা যায় তাদেরই plural number হয় । plural করার কিছু সাধারণ নিয়ম আছে।
[a] সাধারণত s যোগ করে ।
eye – eyes, door – doors, street – streets, tense – tenses
[b] যেসব noun-এর শেষে ss, sh, ch, x থাকে তাদের plural-এ যোগ হয় es ।
boss – bosses, brush – brushes, watch – watches, tax – taxes
ব্যতিক্রম ঃ ch-এর উচ্চারণ k হলে plural- এ es-এর বদলে s যোগ হবে । stomach – stomachs ।
[c] noun-এর শেষে o থাকলে plural-এ es যোগ হয় ।
potato – potatoes, mango – mangoes, volcano – volcanoes ইত্যাদি । তবে এর অনেক ব্যতিক্রমও আছে । photo – photos, piano – pianos, bamboo – bamboos ইত্যাদি ।
[d] শেষে y থাকলে, y হয়ে যায় i এবং যোগ হয় es |
city – cities, baby – babies, story – stories
ব্যতিক্রম ঃ কিন্তু y এর আগে vowel থাকলে শুধু s যোগ হবে ।
boy – boys, day – days, ray – rays
[f] যেসব noun-এর শেষে f অথবা fe থাকে সেখানে f / fe সরে গিয়ে যোগ হয় ves ।
leaf – leaves, life – lives, half – halves, thief – thieves
ব্যতিক্রম ঃ chief – chiefs, roof – roofs, proof – proofs ইত্যাদি ।
[g] কিছু কিছু word-এর plural হয় তাদের ভেতরের vowel এর পরিবর্তন ঘটিয়ে ।
foot – feet, man – men, woman – women, mouse – mice, tooth – teeth ইত্যাদি ।
* computer-এর mouse-এর plural কিন্তু mouses ।
[h] কিছু noun-এর plural হয় এইসব নিয়মের বাইরে ।
ox – oxen, child – children, brother (একই ধর্মাবলম্বী বোঝালে) – brethren
* brother (ভাই) – brothers (pl)
[i] কিছু noun-এর চেহারা plural-এর মতো হলেও singular এবং plural দুভাবেই ব্যবহৃত হতে পারে ।
politics, mechanics, electronics, physics ইত্যাদি ।
[j] compound noun-এর plural :
লক্ষ করে দেখ, compound noun সাধারণত গঠিত হয় একাধিক noun নিয়ে, অথবা একটি nounএর সঙ্গে adjective, verb, adverb অথবা preposition যোগ করে । সাধারণত প্রধান nounটিরই plural হয় ।
[k] Greek, Latin, Italian ইত্যাদি ভাষার যেসব শব্দ অবিকৃতভাবে ইংরেজিতে আছে তাদের plural number অনুসরণ করে মূল ভাষাকেই, তবে অনেক ক্ষেত্রে তা পাশাপাশি ইংরেজি নিয়মকেও অনুসরণ করে । নিচে কিছু উদাহরণ দেওয়া হল :
* [বর্তমানে singular ও plural উভয় ক্ষেত্রেই data-র ব্যবহার স্বীকৃত । All the data are available on my hard disks. I have deleted this data from my computer. ]
[l] কিছু noun আছে যাদের singular-এর অর্থ একটা, কিন্তু plural-এর দুটি আলাদা অর্থ ।
কিছু উদাহরণ :
[m] কিছু কিছু noun singular এবং plural-এ একই রকম থাকে ।
deer – deer
sheep – sheep
moose – moose
aircraft – aircraft
spacecraft – spacecraft ইত্যাদি ।
[n] কিছু uncount noun আছে যাদের নিয়ে অনেক সময় সন্দেহ দেখা দেয় এবং তার ফলে ভুলও ঘটে । এমন কিছু noun-এর উদাহরণ ঃ
advice, baggage, equipment, furniture, information, luggage, ইত্যাদি । এদের plural-এ প্রয়োগ করতে হলে আগে a piece of, pieces of, a bit of, bits of, an item of, items of, some ইত্যাদি ব্যবহার করতে হবে।
My boss gave me some advice on my new job.
Each passenger is allowed two 20-kg pieces of luggage.
The police got an important piece of information from the neighbour.
I lost three items of my baggage in the railway station.
[o] proper noun- এর plural হয় না কারণ তা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম । কিন্তু common noun-এর মতো ব্যবহৃত হলে তার plural হতে পারে । যেমন, There are three Tintins in our neighbourhood.
[p] letter [a, b, c] ও figure-এর [ 1,2,3 ] plural করতে হবে এভাবে ঃ
‘Embarrass’ has two r’s and two s’s but ‘harass’ has one r and two s’s.
‘Five million’ has six 0’s after 5.
Nouns : Gender
My mother has lost her watch.
The old man is telling stories of his childhood.
The Duchess of York will be on a two-day visit.
I went to see a movie with my cousin.
A child came out of the house.
ইংরেজিতে gender চার রকম ।
masculine gender – পুরুষবাচক লিঙ্গ। যথা, man । (আরও উদাহরণ – boy, duke, nephew, brother, cock, bull, grandfather, son, husband, uncle, king, wizard ইত্যাদি ।)
feminine gender – স্ত্রীবাচক লিঙ্গ। যথা, mother, duchess । (আরও উদাহরণ – girl, niece, sister, hen, cow, grandmother, daughter, wife, aunt, queen, witch ইত্যাদি।)
common gender – পুরুষবাচক বা স্ত্রীবাচক দুটোই হতে পারে। যথা, cousin, child । (আরও উদাহরণ – teacher, author, parent, magician, driver, employee, student ইত্যাদি ।)
neuter gender – পুরুষবাচক বা স্ত্রীবাচক কোনটাই নয় । যথা, watch, stories, childhood, visit, movie, house । (আরও উদাহরণ – school, fair, brick, stone, wave ইত্যাদি।)
এবার এই sentence গুলো দেখ ।
India sacrificed many of her brave children during freedom movement.
The ship sank with all her crew on board.
“And haply the Queen–Moon is on her throne.” (Ode to a Nightingale – John Keats)
The sun opened his fierce eyes.
“Peace hath her victories / No less renowned than war ;” (John Milton)
India, ship, Queen-Moon, sun, peace – এইসব noun masculine বা feminine কোনও শ্রেণীরই অন্তর্গত নয়, তবু এদের ওপর ব্যক্তিত্ব আরোপ (personification) করার ফলে এরা masculine / feminine gender রূপে কাজ করছে ।
মনে রাখা দরকার,
* যা-কিছু জীবিত তা-ই masculine অথবা feminine gender – এর অন্তর্গত । তবে নিম্নবর্গীয় প্রাণীকে সাধারণত neuter gender-এর অন্তর্ভুক্ত করা হয় । Ex : The butterfly fluttered for some time; then it sat on the red rose.
* সাধারণত দেশ ও জাহাজের ক্ষেত্রে ব্যক্তিত্ব আরোপ করে তাদের স্ত্রীবাচক বিশেষ্য রূপে ব্যবহার করা হয় ।
* Neuter gender – এর অন্তর্গত অথচ কাঠিন্য, শক্তি, বিশালতা, হিংস্রতা প্রকাশ করে এমন কিছু কিছু noun masculine gender বা পুংবাচক লিঙ্গ রূপে ব্যবহৃত হয় । এভাবে ব্যবহার করা হয় সাধারণত ভাষার সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধির উদ্দেশ্যে, সব সময় নয় ।
Ex : The sun opened his fierce eyes.
একইভাবে, যেসব বস্তু / ভাবে সৌন্দর্য , কোমলতা, মনোহারিত্ব ইত্যাদি আরোপ করা হয় তাদের feminine gender রূপে ব্যবহার করা হয় ।
Ex : “And haply the Queen-Moon is on her throne.”
* gender অনুসারে pronoun এবং possessive adjective- এর পরিবর্তন হয় যেমন, he / she / it / his / her / its |
* নারীবাদী আন্দোলনের প্রভাবে বেশ কিছু gender-neutral noun বা লিঙ্গ-নিরপেক্ষ বিশেষ্য বর্তমানে ব্যবহার করা হয় যার দ্বারা পুরুষ বা মহিলা উভয়কেই বোঝান হয়। কিছু উদাহরণঃ